সাড়া বাংলাদেশ থেকে আমরা একটা টিম হবো! সবাই মিলে একটা ট্রেনিং সেন্টার বানাবো নাম হবে “উই একাডেমি”!

উই একাডেমি একটি স্বপ্ন! যেখানে দেশের প্রতিটি নারী হয়ে উঠবে দক্ষ, আত্মনির্ভর ও অনুপ্রেরণার উৎস। এখানে তারা পাবে প্রশিক্ষণ ও সাপোর্টেড প্ল্যাটফর্ম।
উই একাডেমি শুধুই শেখার জায়গা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও আর্থিক স্বাধীনতার এক শক্তিশালী ভিত্তি।
জেলা-উপজেলায় ছড়িয়ে দিয়ে আমরা গড়ে তুলবো নারীনেতৃত্বের জাতীয় নেটওয়ার্ক।

স্বপ্নটা বড় — কিন্তু আমরা সবাই মিলে গড়লে, উই একাডেমি হবেই বাস্তবতার নাম।

এই পোস্টে লিখছি একজন মডারেটর, ডিভিশন হেড, কো-অর্ডিনেটর, সহ কো-অর্ডিনেটর হতে হলে আপনাকে কি করতে হবে!

“সবাই মিলে গড়ে তুলবো — উই একাডেমি
একটি দক্ষ নারী গড়ার প্রশিক্ষণ প্ল্যাটফর্ম”

🟠 ০১

আগামী এক বছর, প্রতি মাসে মাত্র ২০০ টাকা করে দিবেন, যা দিয়ে একটা নারী উদ্যোক্তাদের জন্য ট্রেনিং সেন্টার বানানো এবং এটা চালু রাখা হবে।

🟠 ০২

আমরা সব মডারেটর, কো-অর্ডিনেটরদের কে একটা প্ল্যাটফর্মে রাখার জন্য আগামী আগস্ট থেকে শুরু করছি “অন্ট্রাপ্রেনার এক্সচেঞ্জ”। — যেখানে প্রতি মাসে দেশের স্বনামধন্য ব্যক্তিদের দ্বারা মোটিভেশনাল ও স্কিল ডেভেলপমেন্ট সেশন পরিচালিত হবে। আপনি ১০টি সেশান একদম ফ্রি তে অংশ নিতে পারবেন।

🟠 ০৩

আপনি চাইলে উই একাডেমির প্রশিক্ষণ কোর্সে ট্রেইনার, মডারেটর, গাইডলাইন প্রস্তুতকারী, কনটেন্ট রাইটার, আর্ট ও পারফর্মিং আর্ট ইনস্ট্রাক্টর হিসেবে অংশ নিতে পারবেন। একটি নির্দিষ্ট রুটিনওয়ার্ক তৈরি করে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

🟠 ০৪

আমরা জেলা পর্যায়ে বিভিন্ন নারী কেন্দ্রিক ইভেন্ট ও ট্রেনিং আয়োজন করবো, সেখানে একজন কো-অর্ডিনেটর হয়ে আপনি সরাসরি অংশগ্রহণ করবেন এবং অন্যান্য নারীদের উৎসাহিত করবেন যুক্ত হতে।

🟠 ০৫

প্রতিটি জেলা থেকে আমরা একজন করে জেলা কো-অর্ডিনেটর মনিটর করবো, এটা তিন মাস পর চেঞ্জ হবে। প্রাথমিকভাবে শুরুতে আমরা মনিটর নিযুক্ত করে দিচ্চি, পরে ধীরেধীরে সবাই করবেন।

🟠 ০৬

প্রতিমাসের ০৮ তারিখের মধ্যে জেলা মনিটররা অর্থ সংগ্রহ করে একাউন্ট ম্যানেজারের কাছে জমা দিবেন। একাউন্ট ম্যানেজার প্রতিমাসে খরচের রিপোর্ট প্রকাশ করবেন।

🟠 ০৭

প্রতিটি জেলা কো-অর্ডিনেটর সরাসরিভাবে সহ কো-অর্ডিনেটর এর সাথে যুক্ত থাকবেন। আমরা সহ কো-অর্ডিনেটর এবং কো-অর্ডিনেটর সাথে কানেক্ট থাকার জন্য এর মাঝেই দুজন সহ কো-অর্ডিনেটর নিযুক্ত করবো।

🟠 ০৮

কমিউনিকেশন টিম থেকে জেলা কো-অর্ডিনেটরদেরকে মাসিক কাজের নির্দেশনা দেওয়া হবে, এবং তারা তা সহ কো-অর্ডিনেটরদের বুঝিয়ে দিবেন। এবং মাসিক রিপোর্ট প্রকাশ করবেন।

🟠 ০৯

আপনি সরাসরি ইভেন্টে অংশ নিতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন – ইভেন্ট শেয়ার, ইনভাইট করা, কভার ফটো ব্যবহার, ইত্যাদি। এটা কমবেশি সবার কাজের একটা অংশ। এটা আমরা যত বেশি করতে পারবো তত বেশি হাজারো নারীর উদ্যোক্তার কাছে পৌঁছাতে সাহায্য করবে।

🟠 ১০

এক বছরের শেষে আপনি চাইলে আবারো জেলা কো-অর্ডিনেটর হিসেবে আবেদনের সুযোগ পাবেন। আপনার পূর্বের কাজের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদে উন্নতি হতে পারে।

🟠 ১১

উই একাডেমির উদ্যোক্তাদের নিয়ে তৈরি হবে একটি “The Art of Enterprise” ভিডিও সিরিজ, যেখানে তাদের বাস্তব জীবনের গল্প তুলে ধরা হবে।

🟠 ১২

ছয় মাসের পর সেরা ২৫ বিক্রেতা ও সেরা ২৫ ক্রেতাকে নিয়ে এক্সক্লুসিভ ট্রেনিং ও সেমিনার আয়োজন করা হবে।

🟠 ১৩

উই একাডেমির উদ্যোক্তাদের জন্য মাসে একবার “সেলস চ্যালেঞ্জ” চালু করা হবে, যেখানে বেশি সেল করা উদ্যোক্তাকে ফিচার করা হবে।

🟠 ১৪

উই একাডেমি ও উই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সদস্যরা একে-অপরের পণ্য বিশ্বস্ততা ও সহানুভূতির ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে কিনবেন।

🟠 ১৫

প্রতি মাসে একাধিক জেলা কো-অর্ডিনেটর ও সহ কো-অর্ডিনেটর এবং উদ্যোক্তা স্টোরি উইয়ের ফেসবুক পেজ/গ্রুপে প্রচার করা হবে, যা প্রেরণা ও ব্র্যান্ডিং দুই-ই তৈরি করবে।

🟠 ১৬

প্রতি দু’মাসে একবার “উই Talk” নামে একটি অডিও সেশন হবে যেখানে সফল নারী উদ্যোক্তারা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলাপ করবেন। এটি Zoom/Meet প্ল্যাটফর্মে হবে।

🟠 ১৭

উইয়ের মাধ্যমে একটি ডিজিটাল নিউজ পোর্টাল তৈরি করা হবে, যেখানে সকল প্রতিনিধির ব্যবসা ও পণ্যের তথ্য থাকবে — যা দেশ ও বিদেশে প্রচারযোগ্য।

🟠 ১৮

প্রতি তিন মাস পরপর একজন “জেলা সেরা নারী উদ্যোক্তা” নির্বাচন করা হবে যাকে উই একাডেমির ফেসবুক/ইভেন্ট/ভিডিওতে ফিচার করা হবে।

🟠 ১৯

উই একাডেমিতে একটি আলাদা হেল্প ডেস্ক টিম থাকবে, যেখানে উদ্যোক্তারা তাদের সমস্যায় সরাসরি সাপোর্ট পাবেন।

🟠 ২০

আমরা উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্মে রাখার জন্য জুলাই থেকে শুরু করছি “Grass to Great”। আমাদের লক্ষ্য শুধুই একজন উদ্যোক্তা তৈরি করা নয়, বরং একজন নারীর ঘাসফড়িং অবস্থান থেকে তাকে নেতৃত্ব, দক্ষতা ও আত্মনির্ভরতায় পূর্ণ একজন “Great” নারীতে পরিণত করা আর জেলা টিম হবে সেই শক্তি।

🟠 ২১.

উই একাডেমির সদস্যদের জন্য আলাদা পরিচিতি রাখতে চালু হচ্ছে পোস্ট কোড সিস্টেম। প্রতিটি সদস্য তাদের নির্দিষ্ট কোড (WEA-Code) ব্যবহার করবে পোস্টের শুরুতে। এর মাধ্যমে সদস্যদের সক্রিয়তা ট্র্যাক, মূল্যায়ন ও পরিচিতি নিশ্চিত করা যাবে।

🟠 ২২

বছরের শেষে উই সম্মাননা উৎসব/মিটআপ আয়োজন করা হবে, যেখানে উদ্যোক্তা, কো-অর্ডিনেটর ও সেরা পারফর্মাররা পুরস্কৃত হবেন ও সার্টিফিকেট। পরের বছরও থাকলে পাবেন আজীবন সদস্য সম্মাননা। তবে সব কিছুই নির্ভর করবে আপনার কাজ ও একজন সামাজিক উন্নয়ন কর্মী হিসেবে আপনি কতটা ভাল করেছেন সেটা বিবেচনায় আনা হবে।

I am message box. Click edit button to change this text.

Hover Box Element

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

প্রশ্ন ও উত্তর (FAQ)

উই একাডেমি সম্পর্কে অনেকের মনে থাকতে পারে নানা কৌতূহল তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাধারণ প্রশ্নগুলোর সহজ ভাষায় উত্তর। আপনি কে, কোথা থেকে, কীভাবে যুক্ত হবেন — সব প্রশ্নের সহজ সমাধান এখানেই।

উই একাডেমি একটি জাতীয় পর্যায়ের নারী উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র। এটি নারীকে দক্ষ, আত্মনির্ভর এবং নেতৃত্বগুণসম্পন্ন করে তুলতে প্রশিক্ষণ, গাইডলাইন, সাপোর্ট ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

দেশের যেকোনো জেলা, উপজেলা বা বিভাগ থেকে আগ্রহী নারী উদ্যোক্তা, সমাজসেবী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী বা ট্রেইনাররা এতে যুক্ত হতে পারবেন।

প্রতি মাসে ২০০ টাকা করে এক বছর পর্যন্ত সহযোগিতা করতে হবে (প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য)।

জেলা/বিভাগভিত্তিক কোনো পদে কাজ করতে হলে নির্দিষ্ট ফর্ম পূরণ ও কাজের আগ্রহ জানাতে হবে।

নিয়মিত কাজ, রিপোর্টিং ও সোশ্যাল মিডিয়া সক্রিয়তা দেখাতে হবে।

জেলা কো-অর্ডিনেটর, সহ কো-অর্ডিনেটর, ডিভিশন হেড, মডারেটর, কনটেন্ট রাইটার, ট্রেইনার/আর্ট ইন্সট্রাক্টর, গাইডলাইন প্রস্তুতকারী, হেল্পডেস্ক সদস্য।

প্রতি মাসে ১টি ফ্রি স্কিল/মোটিভেশনাল সেশনে অংশগ্রহণ

সার্টিফিকেট ও লিডারশিপ রিকগনিশন

বছর শেষে সম্মাননা উৎসবে পুরস্কার

সেলস চ্যালেঞ্জ, ফিচার, উদ্যোক্তা গল্প প্রচার

জাতীয় পর্যায়ের নেটওয়ার্ক ও পরিচিতি তৈরি

“The Art of Enterprise” ভিডিও সিরিজে ফিচার হওয়ার সুযোগ

প্রতিটি জেলার মনিটর ৮ তারিখের মধ্যে অর্থ সংগ্রহ করে একাউন্ট ম্যানেজারের কাছে জমা দেবেন। এরপর খরচের রিপোর্ট গ্রুপে প্রকাশ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা, পোস্ট শেয়ার করা, ইভেন্ট প্রমোশন করা, অন্যদের যুক্ত করা — এসবের মাধ্যমেও আপনি মূল্যবান অবদান রাখতে পারবেন।

প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হবে, এরপর তিন মাস পর রিভিউ করে নতুনদের সুযোগ দেওয়া হবে। ভালো কাজের ভিত্তিতে পদোন্নতিও হতে পারে।

Entrepreneur Exchange সেশন

The Art of Enterprise ভিডিও সিরিজ

উই Sales Challenge

উই Talk (Zoom অডিও সেশন)

নারী উদ্যোক্তা সম্মাননা উৎসব

Digital News Portal

জেলা সেরা নারী উদ্যোক্তা নির্বাচন

জেলা পর্যায়ে ইভেন্ট

মাসিক রিপোর্ট ও মনিটরিং সিস্টেম

২০০ টাকা মাসিক সহযোগিতা

ইভেন্টে অংশগ্রহণ/শেয়ার/ইনভাইট

মাসিক কাজের টাস্ক পালন

রিপোর্ট সাবমিট

অন্য নারীদের উৎসাহ দেওয়া

প্রশিক্ষণ, সেলস চ্যালেঞ্জ, সেশনে অংশগ্রহণ

আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্ধারিত রুটিনওয়ার্কে আপনার নাম রাখা হবে। ভিডিও/লাইভ/ইন-পার্সন সেশনে অংশ নিতে হবে।

দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও সোশ্যাল অ্যাক্টিভনেস দেখাতে হবে

টিমে সহানুভূতি ও নেতৃত্বের গুণ দেখাতে হবে

প্রতিটি দায়িত্বে আন্তরিক অংশগ্রহণ করতে হবে

রেগুলার রিপোর্ট, সেলস পারফরমেন্স, সাপোর্ট এগুলোতে সক্রিয় হতে হবে

হ্যাঁ। ডিজিটালি যুক্ত থেকে সাপোর্ট, রিসোর্স, প্রমোশন, মেন্টরিং, কনটেন্ট তৈরি — এসব কাজ করতে পারবেন।

মাসিক ফ্রি স্কিল সেশন

নেটওয়ার্কিং সুবিধা

সেলস ও প্রমোশনাল সুযোগ

উদ্যোক্তা ব্র্যান্ডিং

ভিডিও, অডিও ও নিউজ কভারেজ

উই সম্মাননা উৎসবে অংশগ্রহণ

প্রজেক্ট লিডার - শওকত আহম্মেদ

 


“আমি বিশ্বাস করি, প্রতিটি নারীর মাঝে রয়েছে পরিবর্তনের শক্তি। উই একাডেমি সেই শক্তিকে জাগিয়ে তুলে, স্বপ্নকে পথ দেখায় এবং একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে শেখায়। এই পথচলা কেবল দক্ষতা অর্জনের নয়, বরং একটি আত্মনির্ভর বাংলাদেশ গড়ার যাত্রা।”