সাড়া বাংলাদেশ থেকে আমরা একটা টিম হবো! সবাই মিলে একটা ট্রেনিং সেন্টার বানাবো নাম হবে “উই একাডেমি”!
উই একাডেমি একটি স্বপ্ন! যেখানে দেশের প্রতিটি নারী হয়ে উঠবে দক্ষ, আত্মনির্ভর ও অনুপ্রেরণার উৎস। এখানে তারা পাবে প্রশিক্ষণ ও সাপোর্টেড প্ল্যাটফর্ম।
উই একাডেমি শুধুই শেখার জায়গা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও আর্থিক স্বাধীনতার এক শক্তিশালী ভিত্তি।
জেলা-উপজেলায় ছড়িয়ে দিয়ে আমরা গড়ে তুলবো নারীনেতৃত্বের জাতীয় নেটওয়ার্ক।
স্বপ্নটা বড় — কিন্তু আমরা সবাই মিলে গড়লে, উই একাডেমি হবেই বাস্তবতার নাম।
এই পোস্টে লিখছি একজন মডারেটর, ডিভিশন হেড, কো-অর্ডিনেটর, সহ কো-অর্ডিনেটর হতে হলে আপনাকে কি করতে হবে!
“সবাই মিলে গড়ে তুলবো — উই একাডেমি
একটি দক্ষ নারী গড়ার প্রশিক্ষণ প্ল্যাটফর্ম”
🟠 ০১
আগামী এক বছর, প্রতি মাসে মাত্র ২০০ টাকা করে দিবেন, যা দিয়ে একটা নারী উদ্যোক্তাদের জন্য ট্রেনিং সেন্টার বানানো এবং এটা চালু রাখা হবে।
🟠 ০২
আমরা সব মডারেটর, কো-অর্ডিনেটরদের কে একটা প্ল্যাটফর্মে রাখার জন্য আগামী আগস্ট থেকে শুরু করছি “অন্ট্রাপ্রেনার এক্সচেঞ্জ”। — যেখানে প্রতি মাসে দেশের স্বনামধন্য ব্যক্তিদের দ্বারা মোটিভেশনাল ও স্কিল ডেভেলপমেন্ট সেশন পরিচালিত হবে। আপনি ১০টি সেশান একদম ফ্রি তে অংশ নিতে পারবেন।
🟠 ০৩
আপনি চাইলে উই একাডেমির প্রশিক্ষণ কোর্সে ট্রেইনার, মডারেটর, গাইডলাইন প্রস্তুতকারী, কনটেন্ট রাইটার, আর্ট ও পারফর্মিং আর্ট ইনস্ট্রাক্টর হিসেবে অংশ নিতে পারবেন। একটি নির্দিষ্ট রুটিনওয়ার্ক তৈরি করে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
🟠 ০৪
আমরা জেলা পর্যায়ে বিভিন্ন নারী কেন্দ্রিক ইভেন্ট ও ট্রেনিং আয়োজন করবো, সেখানে একজন কো-অর্ডিনেটর হয়ে আপনি সরাসরি অংশগ্রহণ করবেন এবং অন্যান্য নারীদের উৎসাহিত করবেন যুক্ত হতে।
🟠 ০৫
প্রতিটি জেলা থেকে আমরা একজন করে জেলা কো-অর্ডিনেটর মনিটর করবো, এটা তিন মাস পর চেঞ্জ হবে। প্রাথমিকভাবে শুরুতে আমরা মনিটর নিযুক্ত করে দিচ্চি, পরে ধীরেধীরে সবাই করবেন।
🟠 ০৬
প্রতিমাসের ০৮ তারিখের মধ্যে জেলা মনিটররা অর্থ সংগ্রহ করে একাউন্ট ম্যানেজারের কাছে জমা দিবেন। একাউন্ট ম্যানেজার প্রতিমাসে খরচের রিপোর্ট প্রকাশ করবেন।
🟠 ০৭
প্রতিটি জেলা কো-অর্ডিনেটর সরাসরিভাবে সহ কো-অর্ডিনেটর এর সাথে যুক্ত থাকবেন। আমরা সহ কো-অর্ডিনেটর এবং কো-অর্ডিনেটর সাথে কানেক্ট থাকার জন্য এর মাঝেই দুজন সহ কো-অর্ডিনেটর নিযুক্ত করবো।
🟠 ০৮
কমিউনিকেশন টিম থেকে জেলা কো-অর্ডিনেটরদেরকে মাসিক কাজের নির্দেশনা দেওয়া হবে, এবং তারা তা সহ কো-অর্ডিনেটরদের বুঝিয়ে দিবেন। এবং মাসিক রিপোর্ট প্রকাশ করবেন।
🟠 ০৯
আপনি সরাসরি ইভেন্টে অংশ নিতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন – ইভেন্ট শেয়ার, ইনভাইট করা, কভার ফটো ব্যবহার, ইত্যাদি। এটা কমবেশি সবার কাজের একটা অংশ। এটা আমরা যত বেশি করতে পারবো তত বেশি হাজারো নারীর উদ্যোক্তার কাছে পৌঁছাতে সাহায্য করবে।
🟠 ১০
এক বছরের শেষে আপনি চাইলে আবারো জেলা কো-অর্ডিনেটর হিসেবে আবেদনের সুযোগ পাবেন। আপনার পূর্বের কাজের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদে উন্নতি হতে পারে।
🟠 ১১
উই একাডেমির উদ্যোক্তাদের নিয়ে তৈরি হবে একটি “The Art of Enterprise” ভিডিও সিরিজ, যেখানে তাদের বাস্তব জীবনের গল্প তুলে ধরা হবে।
🟠 ১২
ছয় মাসের পর সেরা ২৫ বিক্রেতা ও সেরা ২৫ ক্রেতাকে নিয়ে এক্সক্লুসিভ ট্রেনিং ও সেমিনার আয়োজন করা হবে।
🟠 ১৩
উই একাডেমির উদ্যোক্তাদের জন্য মাসে একবার “সেলস চ্যালেঞ্জ” চালু করা হবে, যেখানে বেশি সেল করা উদ্যোক্তাকে ফিচার করা হবে।
🟠 ১৪
উই একাডেমি ও উই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সদস্যরা একে-অপরের পণ্য বিশ্বস্ততা ও সহানুভূতির ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে কিনবেন।
🟠 ১৫
প্রতি মাসে একাধিক জেলা কো-অর্ডিনেটর ও সহ কো-অর্ডিনেটর এবং উদ্যোক্তা স্টোরি উইয়ের ফেসবুক পেজ/গ্রুপে প্রচার করা হবে, যা প্রেরণা ও ব্র্যান্ডিং দুই-ই তৈরি করবে।
🟠 ১৬
প্রতি দু’মাসে একবার “উই Talk” নামে একটি অডিও সেশন হবে যেখানে সফল নারী উদ্যোক্তারা অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলাপ করবেন। এটি Zoom/Meet প্ল্যাটফর্মে হবে।
🟠 ১৭
উইয়ের মাধ্যমে একটি ডিজিটাল নিউজ পোর্টাল তৈরি করা হবে, যেখানে সকল প্রতিনিধির ব্যবসা ও পণ্যের তথ্য থাকবে — যা দেশ ও বিদেশে প্রচারযোগ্য।
🟠 ১৮
প্রতি তিন মাস পরপর একজন “জেলা সেরা নারী উদ্যোক্তা” নির্বাচন করা হবে যাকে উই একাডেমির ফেসবুক/ইভেন্ট/ভিডিওতে ফিচার করা হবে।
🟠 ১৯
উই একাডেমিতে একটি আলাদা হেল্প ডেস্ক টিম থাকবে, যেখানে উদ্যোক্তারা তাদের সমস্যায় সরাসরি সাপোর্ট পাবেন।
🟠 ২০
আমরা উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্মে রাখার জন্য জুলাই থেকে শুরু করছি “Grass to Great”। আমাদের লক্ষ্য শুধুই একজন উদ্যোক্তা তৈরি করা নয়, বরং একজন নারীর ঘাসফড়িং অবস্থান থেকে তাকে নেতৃত্ব, দক্ষতা ও আত্মনির্ভরতায় পূর্ণ একজন “Great” নারীতে পরিণত করা আর জেলা টিম হবে সেই শক্তি।
🟠 ২১.
উই একাডেমির সদস্যদের জন্য আলাদা পরিচিতি রাখতে চালু হচ্ছে পোস্ট কোড সিস্টেম। প্রতিটি সদস্য তাদের নির্দিষ্ট কোড (WEA-Code) ব্যবহার করবে পোস্টের শুরুতে। এর মাধ্যমে সদস্যদের সক্রিয়তা ট্র্যাক, মূল্যায়ন ও পরিচিতি নিশ্চিত করা যাবে।
🟠 ২২
বছরের শেষে উই সম্মাননা উৎসব/মিটআপ আয়োজন করা হবে, যেখানে উদ্যোক্তা, কো-অর্ডিনেটর ও সেরা পারফর্মাররা পুরস্কৃত হবেন ও সার্টিফিকেট। পরের বছরও থাকলে পাবেন আজীবন সদস্য সম্মাননা। তবে সব কিছুই নির্ভর করবে আপনার কাজ ও একজন সামাজিক উন্নয়ন কর্মী হিসেবে আপনি কতটা ভাল করেছেন সেটা বিবেচনায় আনা হবে।