WEfoundationWEfoundation

Benefits of Members

Benefits of Members

উই মেম্বারশিপ মানেই সুযোগ, উন্নতি ও নতুন দিগন্ত।সদস্যরা পাবেন আজীবন ইউনিক মেম্বারশিপ আইডি, ডিজিটাল প্রোফাইল, নেটওয়ার্কিং, ট্রেনিং, কর্মশালা ও ব্যবসায়িক ইভেন্টে বিশেষ সুযোগ। থাকছে মেন্টরশিপ, জেলা ভিত্তিক কানেকশন, লিডারশিপ, ডিসকাউন্ট ও হেল্পডেস্ক সাপোর্ট।

উই শুধু প্ল্যাটফর্ম নয়—এটি একটি পরিবার, স্বপ্ন গড়া ও ভবিষ্যৎ একসাথে নির্মাণের অঙ্গীকার।

  • আজীবন মেম্বারশিপ আইডি নাম্বার।
  • ওয়েবসাইটে ডিজিটাল মেম্বার প্রোফাইল।
  • নিজের জেলার সদস্যদের সহজেই দেখতে পারবেন।
  • ইভেন্ট, চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
  • মাসিক নেটওয়ার্কিং মিট-আপ (ভার্চুয়াল) সেশনে যুক্ত হওয়ার সুবিধা।
  • জেলা টিম বা প্রজেক্ট টিমে স্বেচ্ছাসেবী ও নেতৃত্বের সুযোগ।
  • ই-বিজনেস ও ই-কমার্স প্রশিক্ষণের সুবিধা।
  • সিক্রেট হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে সংযুক্ত হওয়ার সুযোগ।
  • উই আয়োজিত সেমিনার, কর্মশালা ও ট্রেনিং-এ বিশেষ ছাড়।
  • মাসিক “উই Talk” অডিও সেশনে অংশ নেওয়ার সুযোগ।
  • বিশেষ “Meet the Mentor” সেশন— যেখানে শওকত আহম্মেদ সরাসরি প্রশ্নোত্তর করবেন।
  • উদ্যোক্তাদের জন্য দ্রুত সাপোর্ট ও পরামর্শ সেবা।
  • উদ্যোক্তাদের শুরুর জার্নি ও সাক্ষাৎকার প্রকাশিত হবে উই ওয়েবসাইট ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়।